সব
স্বদেশ বিদেশ ডট কম
লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে লালন উৎসব ও লালন মেলা—ভক্ত, সাধক, গবেষক ও শিল্পীদের এক অনন্য মিলনমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী, ১৮ অক্টোবর ঢাকায় এবং ১৭ অক্টোবর সারাদেশের ৬৪ জেলায় একযোগে পালিত হবে এই উৎসব।
নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রার অংশ হিসেবে কুষ্টিয়ায় আয়োজিত এই উৎসবে লালনের ভাব-দর্শন, সংগীত ও মানবতার বার্তা তুলে ধরা হবে নানা অনুষ্ঠানে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন ধামে ১৭ অক্টোবর বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
লালন বক্তৃতায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
উদ্বোধনের পর ভাবগীতির সুরে মুখরিত হবে ছেউড়িয়ার লালন ধাম। গানে গানে লালনের দর্শন ছড়িয়ে দেবেন টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারাদেশের বাউল–ফকিররা। ১৮ ও ১৯ অক্টোবরও লালনের গান ও দর্শন নিয়ে চলবে নিরবচ্ছিন্ন অনুষ্ঠান।
ঢাকায় ১৮ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত লালন উৎসবে পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ দেশের খ্যাতিমান শিল্পীরা।
এবারই প্রথমবারের মতো সারাদেশের ৬৪ জেলায় একযোগে পালিত হবে লালন উৎসব ও লালন মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, “লালনের মানবতাবাদী দর্শন যেন দেশজুড়ে ছড়িয়ে পড়ে—এই উৎসব তারই অংশ।”