পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে রদবদল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৪ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজানা হোসেনকে প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারের (পিওএম) দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নুরজাহান লাবনীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম- পশ্চিম বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলামকে মিরপুর বিভাগের (পল্লবী জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ইমরানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh