সব
স্বদেশ বিদেশ ডট কম

বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নিলেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার ৩৯তম ওভারের শেষ বলে জেইডেন সিলসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে অলআউট করে দলকে ৭৪ রানের জয় এনে দিলেন রিশাদ। তাতে ৩–ম্যাচের ওয়ানডেতে সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১–০ ব্যবধানে। সর্বশেষ ১৩ ম্যাচে যেটি ওয়ানডেতে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়।
সিলসকে গুগলিতে বিভ্রান্ত করে প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়েছেন রিশাদ। ম্যাচে রিশাদের এটি ষষ্ঠ উইকেট। ৬ উইকেট নিতে ৯ ওভারে ৩৫ রান খরচ করেছেন এই লেগ স্পিনার।
বাংলাদেশের প্রথম স্পিনার ও সব মিলিয়ে চতৃুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নিলেন রিশাদ।
ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয়সেরা বোলিং এটি। ২৬ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ডটি ভাগাভাগি করছেন দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন। এ ছাড়া ৬ উইকেট আছে মোস্তাফিজুর রহমানের (৬/৪৩)।
বাংলাদেশের স্পিনারদের মধ্যে ওয়ানডেতে আগের সেরা বোলিং ছিল তাইজুল ইসলামের। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রভিডেন্সে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর দলের খেলোয়াড়রা রেকর্ড স্পিনারের অবদানকে প্রশংসা করেছেন। রিশাদের এই প্রদর্শনী কেবল জয় নিশ্চিত করেনি, বরং বাংলাদেশের স্পিনের শক্তি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে।