আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ উপলক্ষে ক্যারল ও দিপককে ফুলেল শুভেচ্ছা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ২:২০ অপরাহ্ণ

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ উপলক্ষে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার স্থানীয় সময় গভীর রাতে তারা বার্সেলোনায় পৌঁছালে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, ভাইস প্রেসিডেন্ট অলি উদ্দিন শামিম, এবং চিফ ট্রেজারার রফিকুল হায়দারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন স্পেন শাখার সভাপতি আমিন আলী রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাব্বির, কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিনসহ অন্যান্য সিনিয়র সদস্য ও প্রবাসী নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, জালালাবাদ উৎসব হবে প্রবাসীদের এক মহামিলনমেলা, যেখানে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবেন। তারা বলেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের এই আন্তর্জাতিক উৎসব শুধু বিনোদনের নয়—এটি প্রবাসীদের ঐক্য, সম্মিলিত শক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

অতিথিরা আশা প্রকাশ করেন, আগত “জালালাবাদ উৎসব ২০২৫” সফলভাবে সম্পন্ন হবে এবং এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্ব ও ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলবে।

জালালাবাদ এসোসিয়েশন: ঐক্যের বন্ধনে প্রবাসীদের মিলনমেলা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh