লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য জিয়াউদ্দিনের পিতার ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, বাংলা ভয়েস ইংলিশ ভার্সন-এর সম্পাদক ও বাংলা মেইল বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন তালুকদারের পিতা, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার (বেনু মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯ অক্টোবর রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১০ ছেলে, ১ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ অক্টোবর বাদ আসর জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পুত্র মোহাম্মদ জিয়াউদ্দিন তালুকদার। বর্তমানে তিনি বাংলাদেশে যাওয়ার পথে রয়েছেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক বার্তা:
জিয়াউদ্দিন তালুকদারের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ এবং কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তাঁরা মহান সৃষ্টিকর্তার নিকট শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের প্রার্থনাও করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh