ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ : আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ণ


মেসির ভক্ত জাবিরির জোড়া গোলে কাঁদতে হলো ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।

চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল আফ্রিকার দেশ মরক্কো।

আর্জেন্টিনার বিপক্ষে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করেছেন মরক্কোর ইয়াসির জাবিরিআর্জেন্টিনার বিপক্ষে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করেছেন মরক্কোর ইয়াসির জাবিরি। ছবি: সংগৃহীত

ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হলান্ডের মতো ফুটবলারদের ফুটবল বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ। এই সিঁড়ি বেয়েই ওপরে উঠতে উঠতে তাঁরা বনে গেছেন তারকা। তাঁদের সঙ্গে এবার ইয়াসির জাবিরির নামটাও যোগ করতে পারেন।

টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনা ‘সপ্তস্বর্গে’ যাওয়ার খুব কাছাকাছি ছিল। শ্রেষ্ঠত্বের মঞ্চে দিয়েগো প্লাসেন্তের দলকেই ফেবারিট ভাবা হচ্ছিল। কিন্তু ৭৬% বলের দখল আর ২০টি শট নিয়েও জালের দেখা পেল না আর্জেন্টাইনরা।

উল্টো যতবারই বল পায়ে এসেছে, প্রায় ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কানরা। বিশেষ করে প্রথমার্ধে আর্জেন্টিনার রক্ষণভাগকে তটস্থ করে তুলেছিলেন ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা, জেসিম ইয়াসিনরা।

মরক্কোর গোল দুটিও এসেছে প্রথমার্ধে। ম্যাচের শুরুর দিকে দারুণ গোছালো এক আক্রমণে গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন জাবিরি। তবে বিপদ আঁচ করতে পেরে বক্সের ঠিক বাইরে এসে তাঁকে ফাউল করেন আর্জেন্টাইন গোলকিপার সান্তিয়াগো বারবি।

ভিএআর যাচাইয়ের পর বাবরিকে হলুদ কার্ড দেখান রেফারি। সেই সঙ্গে মরক্কোকে ফ্রি কিক নেওয়ার নির্দেশ দেন। সেই সুযোগটাই কাজে লাগান জাবিরি। বাঁ পায়ে জোরালো শটে প্রথমবার আর্জেন্টিনার জাল কাঁপান পর্তুগিজ ক্লাব ফামালিকাউয়ের এই ফরোয়ার্ড।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh