মাইটিভির সাথী-তৌহিদকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ২:২০ অপরাহ্ণ


ঢাকার মহানগর হাকিম জি.এম.ফারহান ইশতিয়াক সোমবার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান রোববার আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত রোববার আসামিদের উপস্থিতিতে শুনানি ঠিক করেন এবং গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, সরকার পতনের আন্দোলনের সময় ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। এই ঘটনায় দুর্জয় নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে দুই চোখ অন্ধ হয়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। তখন তাঁকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখা হয়। পরে পথচারীরা তাকে এ এম জেড হাসপাতালে নিয়ে যান, এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন দুর্জয়।

এই ঘটনার পর গত বছরের ২০ নভেম্বর দুর্জয় বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে গত ১৭ অগাস্ট নাসির উদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাকে যাত্রাবাড়ীর আসাদুল হক বাবু হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে ২৩ অগাস্ট কারাগারে পাঠানো হয়। ২৪ অগাস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে সিআইডি পুলিশ গ্রেপ্তার করে, পরদিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং ৩০ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এবার বাবা ও ছেলেকে জুলাই আন্দোলনের এ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh