নরসিংদীতে স্বামীর দেয়া আগুনে স্ত্রী-সন্তানসহ ৫ জন দগ্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ

 

নরসিংদীতে স্বামী ফরিদ মিয়া (৪৪) এর দেয়া আগুনে পুড়লো স্ত্রী, সন্তান, শ্যালিকাসহ পাঁচ জন।

বুধবার (২২ অক্টোবর) রাত ৩ টায় নরসিংদী শহরতলীর সঙ্গীতা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলো- অভিযুক্ত ফরিদের স্ত্রী রিনা বেগম (৩৮), তার দুই ছেলে আরাফাত (১৫) ও তাওহীদ (৬) এবং শ্যালীকা সালমা বেগম (৩৪) ও শ্যালীকার ছেলে ফরহাদ (১২)

অভিযুক্ত স্বামী ফরিদ মিয়া একজন পিকআপভ্যান চালক এবং সে নেশাগ্রস্থ ব্যক্তি বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

‎পুলিশ ও এলাকাবাসী সূত্রে জাগা গেছে, ফরিদ মিয়া ও রিনা বেগম এর দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলে আসছিল। এসব কারণে রিনা বেগম তার বাবা বাড়ি সঙ্গীতা এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করে আসছিল। পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন রাত দুই টার দিকে স্বামী ফরিদ মিয়া ঘরে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী, সন্তান ও শ্যালীকার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ঘরের বাইরে থেকে দরজায় তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী টিনের ভেড়া ভেঙ্গে ঘরের ভিতর থেকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

দগ্ধ রীনার বাবা মহন মিয়া বলেন, ফরিদ নেশাগ্রস্ত, সে আমার মেয়ের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। সে রাতে তাদের আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলো। আমি তার বিচার চাই।

এব্যাপারে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক অনিক কুমার গুহ বলেন, ৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমরা এখনো বলতে পারছিনা, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh