ইতালিতে জিয়া সাইবার ফোর্সের ৩৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি ইতালি,

  • প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ

ইতালিতে জিয়া সাইবার ফোর্সের ৩৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা: আহবায়ক সাব্বির, সদস্য সচিব জলিলুর

জিয়া সাইবার ফোর্স ইতালি শাখার ৩৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে । এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট এর সাব্বির আহমেদ এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন নরসিংদীর জলিলুর রহমান জলিল। 
শুক্রবার, ২৪ অক্টোবর জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ-চালরী, স্কোয়াড্রন লিডার (অব:), চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক সাব্বির আহমেদ সিলেটের বর্ণাঢ্য রাজনৈতিক অতীতের ধারক। তিনি মদনমোহন বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ইতালিস্থ বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির দুইবারের নির্বাচিত সভাপতি।
তার শিক্ষা জীবন শুরু হয় বড়লেখার বর্ণী আদর্শ উচ্চ বিদ্যালয়ে, এরপর লেখাপড়া করেন সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলে। পরে ভর্তি হন মদনমোহন বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজে। সেখান থেকেই ছাত্র রাজনীতির অভিজ্ঞতা নিয়ে ২০০৯ সালে প্রবাস জীবনে পা রাখেন এবং ইতালিতে চলে আসেন।
নরসিংদীর ছেলে সদস্য সচিব জলিলুর রহমান জলিল, যিনি দেশে ও প্রবাসে বিএনপি ও অঙ্গ সংগঠনে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

দেশে তিনি ছিলেন মরজাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, রায়পুরা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি, নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও যুবদলের আহ্বায়ক সদস্যের দায়িত্ব পালন করেছে। 
প্রবাসে ছিলেন ইতালি বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক, যুবদলের যুগ্ম সম্পাদক, সর্বইউরোপিয়ান যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক, এবং নরসিংদী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।
নতুন কমিটির নেতারা জানান, বর্তমান সময়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের জবাবে প্রবাস থেকেই শক্তিশালী ডিজিটাল প্রতিরোধ গড়ে তোলাই হবে এই কমিটির মূল লক্ষ্য।
তারা আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে ডিজিটাল প্ল্যাটফর্মেই সবচেয়ে বেশি অপপ্রচার ও ষড়যন্ত্র হচ্ছে—এর জবাব দিতে জিয়া সাইবার ফোর্স ইতালি শাখা যথাযথভাবে কাজ করবে। 

প্রবাসী বিএনপি নেতাকর্মীরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সোশ্যাল মিডিয়ায় দলের পক্ষের সঠিক তথ্য ও বার্তা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। 
জিয়া সাইবার ফোর্স ইতালি শাখা শিগগিরই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে বলেও জানান নেতারা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh