সিলেটে রিকশা-অটোরিকশা ভাড়া নির্ধারণে উদ্যোগ: শৃঙ্খলা ফেরাতে মাঠে পুলিশ কমিশনার

সিলেট ব্যুরো অপিস,

  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১:০৩ অপরাহ্ণ

সিলেট নগরীতে প্যাডেল চালিত রিকশা ও সিএনজি অটোরিকশা পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নির্ধারণ করা হচ্ছে উভয় পরিবহনের ভাড়া, পাশাপাশি সিএনজি অটোরিকশায় যাত্রী নিরাপত্তার জন্য গ্রিল স্থাপন ও সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহনের নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে।

শনিবার সকাল ১১টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে রিকশা ও সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নগরে গণপরিবহন না থাকায় সিএনজি অটোরিকশা চালকদের হাতে যাত্রীরা দীর্ঘদিন ধরেই জিম্মি হয়ে আছেন। ভাড়ানৈরাজ্য ও চুক্তিভিত্তিক চলাচলের কারণে প্রতিদিনই ঘটছে অপ্রীতিকর ঘটনা। বিআরটিএ বা সিটি করপোরেশন দায়িত্ব এড়িয়ে যাওয়ায় এতদিন ভাড়া নির্ধারণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে শ্রমিক সংগঠনগুলো নিজেরাই ভাড়া নির্ধারণ করে যাত্রীদের ওপর চাপিয়ে দিচ্ছিল।

এ অবস্থায় ব্যতিক্রমী পদক্ষেপ নেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনকে ভাড়ার প্রস্তাব দিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এসএমপি কার্যালয়ে একটি ভাড়ার তালিকা জমা দেয়। স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে যৌক্তিক ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত হয়, যা শিগগিরই গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে এবং নগরের গুরুত্বপূর্ণ স্থানে টানানো হবে।

সভায় পুলিশ কমিশনার বলেন, “নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমরা এমন একটি ভাড়া নির্ধারণ করতে চাই, যাতে চালক ও যাত্রী—দু’পক্ষের স্বার্থই রক্ষা পায়। একই সঙ্গে সিএনজি যানবাহনে নিরাপত্তা নিশ্চিত করতে সামনের ও পেছনের অংশে গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী বহনের নিয়ম কঠোরভাবে মানতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই এই অনিয়মগুলো দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে। এতে ভাড়া কিছুটা বাড়লেও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।”

সভায় অংশ নেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, খেলাফত মজলিস সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান, শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, এমসি কলেজের সহযোগী অধ্যাপক বিলাল উদ্দিন, সাংবাদিক আফতাব চৌধুরী, ব্যবসায়ী নেতা খায়রুল হোসেন, প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।

সভায় উপস্থিত সুধীজনরা নগরবাসীর স্বার্থে এসএমপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভাড়ার তালিকা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সারকথা: সিলেট নগরে রিকশা ও সিএনজি পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে শুরু হয়েছে নতুন অধ্যায়। যাত্রী নিরাপত্তা ও ন্যায্য ভাড়ার নিশ্চয়তা দিতে এবার সরাসরি মাঠে নামছে পুলিশ প্রশাসন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh