নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি, প্রতীক হাতি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

আদালতের আদেশে আরও একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। হাতি প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি।

রোববার (২৬ অক্টোবর) দলটির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় নিবন্ধন সনদ নিয়েছেন।

নির্বাচন কমিশন-ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রিট আবেদনের সূত্রে হাই কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এ দলের জন্য হাতি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।

বিআরপির চেয়ারম্যান আবু হানিফ হৃদয় নিবন্ধন সনদ পেয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায় বিচার পেয়েছি।

সবশেষ গত সেপ্টেম্বরে আদালতের আদেশে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেওয়া হয়। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধনের নিয়ম চালু হয়। দেশে এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৭টি হলেও নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আওয়ামী লীগসহ পাঁচটি দলের।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। ২২টি দলের সরেজমিন তদন্ত শেষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়।

এক ডজন দলের বিষয়ে পুনঃতদন্ত চলছে। সব শর্ত পূরণ করলে নিবন্ধনযোগ্য দলের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh