আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়তে হবে : লিটন দাস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ

ঘরের মাঠে এক ম্যাচ আগেই ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দিনের পর দিন ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। সিরিজের হারের কারণ হিসেবে তাই ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন লিটন দাস।

ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন জাকের আলি অনিক থেকে শুরু করে শামীম পাটোয়ারী ও তাওহীদ হৃদয়রা।

দ্বিতীয় ম্যাচে ১৪ রানে হারের পর অধিনায়ক লিটন দাস বলেন, হ্যাঁ, অবশ্যই। গত কয়েক সিরিজে আমাদের বোলাররা দারুণ করেছে। কিন্তু দুঃখের বিষয়, তারা নিজের কাজটা ভালোভাবে করলেও আমরা জিততে পারিনি।

পরে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে অধিনায়ক বলেন, চট্টগ্রামের মতো উইকেটে ১৫০ রান খুব বড় কিছু নয়। আমরা যখনই ভালো শুরু পেয়েছি, তখনই আউট হয়ে গেছি। যদি শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যভাবে শেষ হতে পারত।

তিনি বলেন, সমস্যা হচ্ছে, ব্যাটাররা ক্রিজে সেট হলেই আউট হয়ে যাচ্ছে। আমাদের সময় নিয়ে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাকেও ১২-১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh