ব্র্যাক ব্যাংকের ‘বন্ধন ওবিইউ’ এখন যুক্তরাজ্যে : প্রবাসীদের জন্য উচ্চ মুনাফার অফশোর ব্যাংকিং সুবিধা

বিজ্ঞপ্তি,

  • প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট (OBU) ‘বন্ধন’ ফিক্সড ডিপোজিট স্কিম। ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড (BRAC Saajan Exchange Ltd) আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন সেবা উদ্বোধন করা হয়।

‘বন্ধন’-এর মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সহজ, নিরাপদ এবং ঝামেলামুক্ত উপায়ে আকর্ষণীয় সুদে ফিক্সড ডিপোজিট করতে পারবেন। গ্রাহকরা কোনো সার্ভিস চার্জ ছাড়াই পাবেন প্রিমিয়াম ব্যাংকিং সুবিধা।

ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “আমরা গর্বিত যে ‘বন্ধন’-এর মতো একটি বিশ্বমানের ব্যাংকিং সেবা যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নিয়ে আসতে পেরেছি। এটি ব্র্যাক ব্যাংকের শক্তিশালী সহায়তায় পরিচালিত, যা আমাদের প্রবাসীদের আর্থিক উন্নয়ন ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

‘বন্ধন’ ফিক্সড ডিপোজিটের মূল সুবিধাসমূহ:

উচ্চ সুদের হার: GBP আমানতে সর্বোচ্চ ৫.৫০% এবং USD আমানতে সর্বোচ্চ ৬.১০% পর্যন্ত

বিভিন্ন মুদ্রায় আমানতের সুযোগ: GBP, USD, EUR ও BDT

নমনীয় মেয়াদ: ৩ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত

প্রিমিয়াম সেবা: $৫০,০০০ বা সমমূল্যের বেশি আমানতের জন্য বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, “মিট অ্যান্ড গ্রিট” এবং প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা

ন্যূনতম আমানত: মাত্র £৫০০

ডিজিটাল সুবিধা: ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে অনলাইন ব্যবস্থাপনা

ব্র্যাক ব্যাংকের আর্থিক শক্তি ও সাফল্য:

ব্র্যাক ব্যাংক ধারাবাহিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে শীর্ষস্থান ধরে রেখেছে।

আমানত বৃদ্ধি বাজারের গড়ের দ্বিগুণ (১৩% বনাম ৬%)

২০২৫ সালের প্রথমার্ধে নতুন ১,৩৪,০০০ গ্রাহক যুক্ত হয়েছে

মূলধনের অনুপাত ১৪%-এর ওপরে বজায় রেখে সম্পদ বৃদ্ধি ৩%

ট্রেড ফাইন্যান্স পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ বিলিয়ন ডলার

ব্যয়-আয় অনুপাত ৪৮% বজায় রেখে কার্যকরী দক্ষতা বৃদ্ধি

শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং প্রাপ্ত:

S&P Global Ratings: B+ (স্থিতিশীল দৃষ্টিভঙ্গি)

Moody’s: B2 (স্থিতিশীল দৃষ্টিভঙ্গি)

CRAB (Bangladesh): AAA (সর্বোচ্চ রেটিং)

লন্ডনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব বিজনেস সিপ্রিয়ান গমেজ, কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার নিশি সিংহ, রিকভারি ম্যানেজার শোয়েব আলী চৌধুরী এবং কুশিয়ারা ফাইন্যানশিয়াল সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্র্যাক সাজান এক্সচেঞ্জের রিকভারি ম্যানেজার শোয়েব আলী চৌধুরী, এবং স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুস সালাম।

উল্লেখ্য, BRAC Bank PLC বাংলাদেশে নিবন্ধিত ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি বিশ্বের অন্যতম বৃহত্তম এনজিও ব্র্যাক-এর সহযোগী প্রতিষ্ঠান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh