জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ অশ্বডিম্ব: সিপিবি সভাপতি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশকে ‘অশ্বডিম্ব’(ঘোড়ার ডিম) হিসেবে আখ্যায়িত করেছেন। তার ভাষায়, আট মাস আলোচনার পরও এই সুপারিশ কার্যকর করার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হওয়া উদ্বেগজনক।

শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিকস ল্যাব: পাবলিক ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ ও গণতান্ত্রিক চর্চা উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। এতে জার্মান ফাউন্ডেশন ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) সহায়তা দিয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে। এর পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে বিভাজন তৈরি হয়। সুপারিশে থাকা প্রশ্ন, দলগুলোর আপত্তি, বাস্তবায়ন তফসিলের অনুপস্থিতি এবং গণভোটের সময়সূচি নিয়ে মতানৈক্য দেখা দেয়।

সিপিবি সভাপতি বলেন, ‘এই সংকটের জন্য ঐকমত্য কমিশনকেই দায়ী করা যায়। সমাধান কী হবে, গণভোট কীভাবে হবে, জুলাই সনদ কার্যকর হবে কীভাবে—কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই। ৮৪টি পয়েন্টের মধ্যে মাত্র ২০টিতে একমত হয়েছে, বাকিগুলোতে নয়। তাহলে ভোট হবে কিসে?’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদে স্বাক্ষর হওয়ার পর সংস্কার কমিশন বলছে ভিন্নমত থাকবে না, কিন্তু আমার প্রশ্ন—কেন থাকবে না? গণতন্ত্র মানেই মতের ভিন্নতা।’

গণভোট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘সংবিধানে সরাসরি গণভোটের কোনো ধারা নেই। ১৪২ ধারায় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে মতামত দেওয়ার সুযোগ আছে, তবে বর্তমান প্রস্তাবিত গণভোট সংবিধানসম্মত নয়।’

সাজ্জাদ জহির জানান, নির্বাচনী সংস্কার নিয়ে তারা গত বছরই প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছিলেন, কিন্তু ‘দুর্ভাগ্যজনকভাবে সরকার তা শোনেনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh