বৃটেনে অশ্রুসিক্ত বিদায়ে স্মরণ করা হলো সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব জি এম মাহমুদ মিয়াকে

সাজেল আহমেদ, বার্মিংহাম (যুক্তরাজ্য) :,

  • প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ৬:০৬ পূর্বাহ্ণ

বৃটেনের বাংলাদেশি কমিউনিটি অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালো বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়াকে। সিলেট বিভাগের গর্ব এবং মৌলভীবাজার জেলা সদরের বালিকান্দি গ্রামের এই কৃতিমান মানুষটি দীর্ঘদিন যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করছিলেন।

গত ২৪ অক্টোবর শুক্রবার রাত ১২টা ১৪ মিনিটে বার্মিংহামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

২৭ অক্টোবর সোমবার বাদ জোহর বার্মিংহামের সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন তাঁর ছেলে শেখ হাতিম মিয়া মোজাম্মিল।

আলহাজ্ব জি এম মাহমুদ মিয়া দীর্ঘ সময় কানাডা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সিলেট ডিভিশন অব ক্যুইবেক, কানাডা বাংলা স্কুল এবং কানাডা মৌলভীবাজার সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ছিলেন। মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

তিনি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা এবং শিক্ষা-সাংস্কৃতিক সংগঠন ‘অন্বেষা’র অন্যতম প্রবাসী দাতা। নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তিনি ছিলেন নিবেদিত।

সংবাদমাধ্যমের প্রতিও ছিল তাঁর গভীর অনুরাগ। তিনি ডেইলি সিলেট এবং দৈনিক মৌলভীবাজার ডটকমের চেয়ারম্যান ছিলেন এবং ইউকে বিডি টিভির সঙ্গেও যুক্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে ইউকে বিডি টিভি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, উপদেষ্টা সাইদুর রহমান রেনু, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কালচারাল কো-অর্ডিনেটর হেলেন ইসলাম, কমিউনিকেশন ডিরেক্টর রাধা কান্ত ধর, ডিরেক্টর আব্দুর রউফ তালুকদার, ডিরেক্টর জয়নুর রহমান, সম্পাদক কাওছারুল আলম রিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তাঁরা বলেন, আলহাজ্ব জি এম মাহমুদ মিয়া ছিলেন একজন নিঃস্বার্থ সমাজসেবক, যিনি সারাজীবন মানুষ ও মানবতার কল্যাণে কাজ করেছেন। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে এক সেতুবন্ধনে যুক্ত করতে তাঁর ভূমিকা অনন্য।

তাঁরা আরো বলেন, তিনি ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজি, পরহেজগার, পরোপকারী এবং মানবিক গুণসম্পন্ন একজন অসাধারণ মানুষ। তাঁর মৃত্যুতে কমিউনিটির এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

সবশেষে মহান আল্লাহর কাছে তাঁর জান্নাত কামনা করে দেশ-বিদেশের সকলের কাছে দোয়া প্রার্থনা জানানো হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh