আপিল বিভাগে একসঙ্গে দুই প্রধান বিচারপতি!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলাকালেই বিরল দৃশ্য—একসঙ্গে দুই দেশের প্রধান বিচারপতি। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে বসেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত। তিনি আপিল বিভাগের বিচারকার্য সরাসরি পর্যবেক্ষণ করেন।

এ সময় আপিল বিভাগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা মামলার শুনানি চলছিল। শুনানির শুরুর আগে নেপালের প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রধান বিচারপতি।

শনিবার ঢাকা পৌঁছান নেপালের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। দলে রয়েছেন বিচারপতি শ্রীমতী স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্ট্রার বিমল পাউডেল। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে নেপালের প্রতিনিধিদল আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh