নারী বিশ্বকাপ ফাইনাল: ভারত নতুন বিশ্ব চ্যাম্পিয়ন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ণ

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো ভারতের মহিলা দল শিরোপাজয়ী করল। ২ নভেম্বর রবিবার বিকেলে ভারতের মুম্বাইয়ের ডি.ওয়াই. প্যাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর চ্যাম্পিয়ন হলো ভারত।

৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্ককে এক্সট্রা কাভারে হারমানপ্রীত কৌরের ক্যাচ বানিয়ে ভারতকে জয়ে এনে দিয়েছেন দীপ্তি শর্মা। ভারতীয় অফ স্পিনারের এটি পঞ্চম উইকেট।

উলভার্টের সেঞ্চুরি ব্যর্থ করে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

ফাইনালে দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। ভারতের শুরু ছিল ভালো— ওপেনিং জুটি দ্রুত রান তোলেন, বিশেষ করে শফালি ভের্মা ও স্মৃতি মন্ধনা প্রথম উইকেটে শতাধিক রান যোগ করেন। এরপর ভারতের ইনিংস শেষ হয় ২৯৮/৭ রানে।

জবাবে দক্ষিণ আফ্রিকা লাগাতার চেষ্টা করলেও যথেষ্ট বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়। শেষপর্যায়ে ভারত জয় নিশ্চিত করে ৫২ রানের ব্যবধানে—দক্ষিণ আফ্রিকার ইনিংস হলো কিছু কম রান বা তুলনামূলকভাবে কম সংগ্রহে থেমে যায়।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০ ওভারে ২৯৮/৭ (শেফালি ৮৭, দীপ্তি ৫৮, স্মৃতি ৪৫, রিচা ৩৪, জেমাইমা ২৪; খাকা ৩/৫৮, ট্রাইঅন ১/৪৬, এমলাবা ১/৪৭, ডি ক্লার্ক ১/৫২)।

দক্ষিণ আফ্রিকা: ৪৫.৩ ওভারে ২৪৬ (ভলভার্ট ১০১, ডার্কসেন ৩৫, লুস ২৫, ব্রিটস ২৩; দীপ্তি ৫/৩৯, শেফালি ২/৩৬)।ফল: ভারত ৫২ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ফাইনাল: শেফালি বর্মা

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: দীপ্তি শর্মা

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh