সব
স্বদেশ বিদেশ ডট কম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি জমা দিতে যমুনায় গিয়েছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল। নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ মোট পাঁচটি দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন মোড় পর্যন্ত আসেন ৮ দলের নেতা-কর্মীরা। পরে সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে নয় সদস্যের প্রতিনিধি দলটি স্মারকলিপি নিয়ে যমুনায় প্রবেশ করে।
প্রতিনিধি দলে ছিলেন— জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর ও কাকরাইল মোড়ে জড়ো হন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতা-কর্মীরা। বিভিন্ন এলাকা থেকে তারা মিছিল নিয়ে সমবেত হন।