সব
সিলেট ব্যুরো অফিস,

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় ‘পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে সিলেটে সাইকেলিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হয়েছে।
শনিবার সকালে নগরীর সারদা হলের সামনে, কিনব্রিজের নিচে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসেন সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরে জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক বোরহান উদ্দিন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন এবং সাংবাদিক গোলজার আহমেদ হেলাল।
সিলেট সাইকেলিং কমিউনিটির সহযোগিতায় কিনব্রিজ থেকে লাক্কাতুলা চা বাগান পর্যন্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন ভলেন্টিয়ার অব বাংলাদেশ, সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিডি ক্লিন বাংলাদেশের সদস্যরা।
উল্লেখ্য, ‘পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে সিলেটে পর্যটনবিষয়ক ইনোভেটিভ আইডিয়া হ্যান্ডিং, লুডু প্রতিযোগিতা, এবং পর্যটন আকর্ষণ তুলে ধরতে ফটো ও ভিডিওগ্রাফি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।