প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ

দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে আন্দোলনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে না পারায় আন্দোলনরত শিক্ষকরা আবারও শহীদ মিনারে ফিরে গিয়েছেন বলে যানা গেছে।

শহীদ মিনারে শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে অবস্থান নিয়েছে শিক্ষকরা। এদিন বিকাল ৪টার দিকে শিক্ষকরা ‘কলম সমর্পণ’ কর্মসূচি পালনের জন্য মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যেতে থাকলে শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেয়। এসময় সাউন গ্রেনেড ছোড়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে শিক্ষকরা অভিযোগ করেন।

আন্দোলনরত শিক্ষক সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর তরফে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ গণমাধ্যমকে জানান, পুলিশের হামলায় শাহবাগে অনেক শিক্ষক আহত হয়েছেন।

এ প্রসঙ্গে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, শিক্ষকরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আহত হওয়ার বিষয়ে কোন তথ্য এখনও আমরা পাইনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh