বিবিসিকে ভুয়া সংবাদমাধ্যম আখ্যা দিলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বিবিসিকে ‘শতভাগ ভুয়া সংবাদ’ এবং ‘প্রোপাগান্ডা মেশিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্যে সফরের সময় হোটেলে বিবিসি দেখতে বাধ্য হলে তার দিনটাই নষ্ট হয়ে যায় এবং করদাতাদের বামপন্থি প্রচারযন্ত্রের খরচ বহন করতে হচ্ছে।

ডকুমেন্টারিতে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্যের কিছু অংশ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একটি লিক হওয়া নথিতে দেখা গেছে, বিবিসি ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ কেটে একত্রিত করেছে। এতে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে গিয়ে ‘ফাইট লাইক হেল’ বলার অংশ দেখানো হলেও, সেই অংশ বাদ দেওয়া হয়েছে যেখানে তিনি শান্তিপূর্ণ ও দেশপ্রেমিকভাবে কণ্ঠস্বর শোনানোর আহ্বান করেছিলেন।

টেলিগ্রাফ জানায়, বিবিসি সোমবার সংসদের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া কমিটিতে পুরো ব্যাখ্যা দেবার এবং ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে। লেভিট বলেন, বিবিসির এই ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ও নির্বাচিত সম্পাদনা প্রমাণ করে তারা সম্পূর্ণ ভুয়া সংবাদমাধ্যম। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুক্তরাজ্যে গেলে হোটেলে বিবিসি চালু থাকলে তার দিনটাই নষ্ট হয়।

বিতর্কটি তৈরি হয়েছে মাইকেল প্রেসকট নামের সাবেক বিবিসি উপদেষ্টার একটি মেমো থেকে, যিনি এ বছর শুরুর দিকে পদত্যাগ করেছেন। মেমোতে বলা হয়েছে, প্যানোরামা ক্লিপের সম্পাদনা বিভ্রান্তিকর ছিল এবং ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে গিয়ে লড়াই করার আহ্বান দেননি—এ কারণে কোনো ফেডারেল মামলা হয়নি।

প্রেস্কট আরও অভিযোগ করেছেন যে বিবিসি আরবিক সংবাদে গাজার যুদ্ধ কভার করার ক্ষেত্রে ‘প্রণালীগত সমস্যা’ রয়েছে এবং সংস্থার কিছু কর্মী স্টোনওয়াল দৃষ্টিভঙ্গি প্রচার করছেন। তিনি বলেন, জটিল প্রশ্ন উত্থাপনকারী গল্পগুলো সংবাদ ডেস্ক দ্বারা প্রকাশ করা হচ্ছে না।

উত্তরে বিবিসি জানিয়েছে, ‘ফাঁস হওয়া নথি নিয়ে আমরা মন্তব্য করি না, তবে প্রতিক্রিয়া আসলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করি। মাইকেল প্রেস্কট প্রাক্তন উপদেষ্টা ছিলেন, যেখানে আমাদের কভারেজের ভিন্ন মতামত নিয়মিত আলোচনা ও বিতর্কিত হত।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh