ঢাকা-৯ আসনের মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ২:০৪ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি চলবে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত।

দলীয় শীর্ষ পর্যায়ের অনেক নেতাই এখনও মনোনয়নপত্র কিনেননি। তবে সোমবার রাতের দিকে ঢাকা-৯ আসনের জন্য জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকা-৯ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানার এলাকা নিয়ে গঠিত। বিএনপি ঢাকার বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসনটি ফাঁকা রেখেছে, তবে তাসনিম জারার জন্য ফাঁকা রাখা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

গত সোমবার রাতের সময়ে রূপায়ণ টাওয়ারে দলের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ও তাদের সমর্থকেরা উপস্থিত ছিলেন। সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং প্রার্থীদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে।

দলীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র বিতরণের উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা; তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য দাম ২ হাজার টাকা।

মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর থেকে বিকেলে ও সন্ধ্যায় প্রচুর মানুষ কার্যালয়ে আসছেন। আখতার হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়, সামাজিকভাবে গ্রহণযোগ্য, তরুণ, প্রাজ্ঞ, জুলাই যোদ্ধা ও সমাজের পিছিয়ে পড়া অংশের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার চেষ্টা করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh