সব
সিলেট ব্যুরো অফিস,
সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সুলফির আঘাতে শামীম মিয়া (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে বেড়া দেওয়ার কাজ করছিলেন শামীম মিয়া। এসময় একই গ্রামের এবায়ত উল্লার ছেলে রবিউল ইসলাম ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) নিয়ে সেখানে আসেন। হঠাৎ ইজিবাইকের ধাক্কায় শামীমের তৈরি করা বেড়া ভেঙে যায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই রবিউলের নেতৃত্বে কয়েকজন লোক এসে শামীমের ওপর সুলফি (লোহার রড সদৃশ অস্ত্র) দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন শামীম।
পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
গোতগাঁও গ্রামের ইউপি সদস্য মজুমদার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের সুলফির আঘাতে ওই যুবক প্রাণ হারান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইনতিয়াজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”