জর্জিয়ায় ২০ আরোহীসহ তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:,

  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

তুরস্কের বিমান বাহিনীর একটি সি-১৩০ সামরিক মালবাহী বিমান অন্তত ২০ আরোহীসহ জর্জিয়ায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি তুরস্কের উদ্দেশে আজারবাইজান থেকে রওনা হয়েছিল, জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবারের এ ঘটনায় কতোজন নিহত হয়েছেন বা কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা না হলেও ক্রুসহ ২০ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আজারবাইজানের সীমান্তের কাছে জর্জিয়ার পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিক ভিডিওগুলোতে দেখা গেছে, বিমানটির দুমড়ে মুচড়ে যাওয়া খণ্ডাংশ একটি ঘাসে ঢাকা পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এর কাঠামোর কিছু অংশে তখনও আগুন জ্বলছে আর সেখান থেকে পরিষ্কার আকাশে ঘন ধোঁয়া উঠছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিমানটি ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে আর পড়ার পর বিস্ফোরণে আগুন ধরে গেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ভিডিওটি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি আজারবাইজান থেকে রওনা হয়ে তুরস্কে ফিরে যাওয়ার পথে আজারবাইজান-জর্জিয়া সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জর্জিয়ার সিগনাঘি পৌরসভার এলাকায় বিধ্বস্ত হয়।

তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান রাজধানী আঙ্কারায় ভাষণ থামিয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন।

কীভাবে বিমানটি বিধ্বস্ত হল, তার কোনো কারণ জানায়নি এরদোয়ান, তার দপ্তর ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় কতোজনের মৃত্যু হয়েছে তাও নিশ্চিত করেনি তারা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত বিমানটিতে তুর্কি ও আজেরি কর্মকর্তারা ছিলেন।

কিন্তু তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে থাকা ফ্লাইট ক্রুসহ ২০ জনের সবাই তুরস্কের নাগরিক। তবে বিমানটিতে এর বাইরে অন্য দেশের কোনো নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এরদোয়ান জানিয়েছেন, বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য জর্জিয়ার কর্মকর্তাদের সহযোগিতায় একটি অভিযান শুরু করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেলা গেলাডজে মঙ্গলবার স্থানীয় সময় বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

রুশ সংবাদ মাধ্যম আরটি অন্য একটি নিউজ চ্যানেলের বরাতে জানিয়েছে, তুরস্কের সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি মঙ্গলবার সকালে তুরস্কের কৃষ্ণ সাগর তীরবর্তী শহর ট্রাবজোন থেকে আজারবাইজানে গিয়েছিল। এরপর আজারবাইজানের গ্যানজা শহর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ফেরার জন্য রওনা হয়েছিল কিন্তু ২৭ মিনিট পরই রেডার থেকে হারিয়ে যায়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh