সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে স্রেফ ১ উইকেট হারিয়েই আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের রান পেরিয়ে গেছে বাংলাদেশ। দেড়শ ছাড়িয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। শতরানের দিকে ছুটছেন মুমিনুল হক। বাংলাদেশ এগোচ্ছে বড় সংগ্রহের পথে।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ৮৫ ওভারে ১ উইকেটে ৩৩৮। লিড এখনই ৫২ রানের, উইকেট বাকি আছে ৯টি।
দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ২৮৩ বলে ১৬৯ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। ১৪ চার ও ৪ ছক্কার ইনিংসটি প্রথম শ্রেণির ক্রিকেটেই তার সেরা। মুমিনুল দিন শেষ করেন ৫ চার ও ২ ছক্কায় ১২৪ বলে ৮০ রান নিয়ে। আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান সাদমান ইসলাম ফেরেন ৮০ রানে।
৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করে আয়ারল্যান্ড অলআউট হয় ২৮৬ রানে। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের দুর্বল বোলিংয়ের সুযোগ নিয়ে রান বাড়ায় দ্রুত। সাদমান ও জয় উদ্বোধনী জুটিতে তোলেন ১৬৮ রান।
৪৫ ইনিংস পর টেস্টে শুরুতে জুটিতে দেড়শ ছাড়ায় বাংলাদেশ। ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান করে ম্যাথু হামফ্রিজের বাঁহাতি স্পিনে আউট হন সাদমান। এরপর আরেকটি বড় জুটিতে আইরিশদে ভোগান্তি দীর্ঘায়িত করেন জয় ও মুমিনুল।
বাদ পড়ার আগে টানা ১৭ ইনিংসে ৪০ ছাড়াতে পারেননি জয়। ফেরার ম্যাচে শতরান স্পর্শ করেন ১৯০ বলে। প্রথম টেস্ট সেঞ্চুরির ৩০ ইনিংস পর তিনি পেলেন দ্বিতীয়টির স্বাদ।
পরে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দেড়শ রান ছুঁয়ে এগিয়ে যান আরও। ৭৫ বলে ফিফটি করে মুমিনুলও এগিয়ে যান সামনে। দিনশেষে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ১৭০। দ্বিতীয় উইকেটে শতরানের জুটি পেল বাংলাদেশ ৩০ ইনিংস পর।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৬
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮/১ (জয় ১৬৯*, সাদমান ৮০, মুমিনুল ৮০*; ম্যাককার্থি ৮-১-৩৪-০, ইয়াং ৭-০-২৭-০, ম্যাকব্রাইন ২৪-৫-৯৩-০, নিল ৮-০-৩৮-০, হামফ্রিজ ২৩-০-৭৮-১, ক্যাম্ফার ৬-০-৩৫-০, টেক্টর ৯-১-৩১-০)