সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেট টেস্টে ইনিংস জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে আয়ারল্যান্ডের প্রয়োজন ২১৫ রান, হাতে আছে মাত্র ৫ উইকেট।
বৃহস্পতিবার দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৬। এর আগে ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক দিন শুরুতেই বিদায় নেন। জয় ১৭১ ও মুমিনুল ৮২ রান করে ফেরেন ব্যারি ম্যাককার্থির দুর্দান্ত ডেলিভারিতে।
পরে শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে আসে ৭৯ রান। ৯৯তম টেস্টে ব্যাট হাতে নেমে মুশফিক ২৩ রানে আউট হন ম্যাথু হামফ্রিজের বলে। এরপর লিটন কুমার দাসের সঙ্গে শান্তর জুটিতে যোগ হয় আরও ৯৮ রান। লিটন ৬৬ বলে ৬০ রান করে বিদায় নেন।
নাজমুল হোসেন শান্ত ১১২ বলে ১৪ চারে পূর্ণ করেন নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরি। তিনশরও বেশি লিড পেয়ে অধিনায়ক ইনিংস ঘোষণা করেন ৫৮৭ রানে ৮ উইকেটে— যা টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ এবং দেশের মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
আয়ারল্যান্ডের হয়ে ম্যাথু হামফ্রিজ নেন ১৭০ রানে ৫ উইকেট।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে আয়ারল্যান্ড। নাহিদ রানা বোল্ড করে দেন কেড কারমাইকেলকে (৫)। এরপর পল স্টার্লিং (৪৩) রান আউট হন শান্তর চোখধাঁধানো ফিল্ডিংয়ে। তাইজুল ফেরান টেক্টরকে (১৮), আর অভিষিক্ত হাসান মুরাদ একে একে ফেরান কার্টিস ক্যাম্ফার (৫) ও লর্কান টাকারকে (৯)।
দিন শেষে উইকেটে ছিলেন ম্যাকব্রাইন (৪*) ও হামফ্রিজ (৫*)।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৬
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮৭/৮ (ঘোষণা)
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯ ওভারে ৮৬/৫