সব
মতিয়ার চৌধুরী-লন্ডন,
১৯ নভেম্বর ২০২৫ ভয়েজ অফ আমেরিকার বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান সংবাদ উপস্থাপক ও বিশিষ্ট কন্ঠ অভিনেতা ইকবাল বাহার চৌধুরীর ৮৫ তম জন্মদিন উপলক্ষে কলকাতার প্রতিষ্ঠিত রাগা মিউজিক রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হল রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি ও গানের সংকলন ” শুধু তোমার বাণী“। এই অ্যালবামে দশটি রবীন্দ্র কবিতা আবৃত্তি করেছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক ইকবাল বাহার চৌধুরী এবং দশটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেছেন পশ্চিমবাংলার প্রখ্যাত সংগীত শিল্পী সৌম্যেন অধিকারী। এই অ্যালবামটির প্রযোজনা করেছেন নিখিল রঞ্জন দাস যিনি ইকবাল বাহার চৌধুরীর বাল্যবন্ধু। এক সময় তাঁরা দুজনেই ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুলের ছাত্র ছিলেন। বাল্য বন্ধুর জন্মদিনে এমন সুন্দর ভালোবাসা ও সম্মান প্রদর্শনের ঘটনা দৃষ্টান্তমূলক।
কলকাতার প্রখ্যাত সংগীত শিল্পী সৌমেন অধিকারী জানালেন ” ২০১৩ সালে ইকবাল বাহার চৌধুরীর সঙ্গে আমার প্রথম দেখা হয় শিকাগোতে একটি অনুষ্ঠানে করতে গিয়ে। প্রথম আলাপ থেকেই তাঁর কণ্ঠস্বরের প্রতি মুগ্ধ হয়েছিলাম। পরে আলাপ গভীর হওয়ার সুবাদে দুজনেরই সিদ্ধান্ত নিয়েছিলাম একত্রে একটি রবীন্দ্রনাথের কবিতা পাঠ ও গানের অ্যালবাম করার। কিন্তু দীর্ঘদিন গেছে সে কাজ আর হয়নি। এবারে আমি যখন বিলেত সফরে ঠিক সেই সময় তিনিও লন্ডনে বেড়াতে এলেন, অনেক বছর পর দেখা হল এবং সেই দেখার সূত্রটি তাঁর বাল্যবন্ধু নিখিল রঞ্জন দাসের মাধ্যমে। সেখানে একটি অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে তিনি রবীন্দ্রনাথের কৃষ্ণকলি পাঠ করেন এবং আমিও কৃষ্ণকলি গানটি গাই। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম এই অ্যালবামটি শেষ করব। উনি আমেরিকা ফিরে যাওয়ার পর অত্যন্ত শারীরিক অসুস্থতার মধ্যে তাঁর কবিতা পাঠ করে পাঠান। আমি কলকাতায় গানগুলি গাই এবং একত্রিত করে এই সংকলন প্রকাশিত হয়। আগামীর কাছে এই কাজ গ্রহণযোগ্য হবে এই কামনা করি”। এই সংগীত সংকলনের যন্ত্রসংগীত পরিচালনা করেছেন সৌমেন অধিকারী ও সঙ্গীত আয়োজন করেছেন দীপঙ্কর দাস। প্রকাশক রাগা মিউজিক কোম্পানি, কলকাতা।