সব
সিলেট ব্যুরো,

মৌলভীবাজারের বড়লেখার শিক্ষাঙ্গনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব ও সেবার দৃষ্টান্ত স্থাপনকারী মঞ্জু লাল দে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। ৮ নভেম্বর ২০২৫ সালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
মঞ্জু লাল দে বড়লেখা উপজেলার তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার পিতার নাম মৃত মনোরঞ্জন দে এবং মাতার নাম অনন্ত বালা দে। বাড়ি বড়লেখা পৌরসভার পাখিয়ালা গ্রামে।
তিনি ১৯৯০ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। কর্মজীবনে নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯, ২০১২ ও ২০১৫ সালে ধারাবাহিকভাবে উপজেলা কমিটির সভাপতি হন। পাশাপাশি ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় পর্যায়ে ২০১৬ সালে সহ-সভাপতি এবং ২০১৯ সালে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছিলেন।
পারিবারিক জীবনেও তিনি শিক্ষাঙ্গনের মানুষ। তার সহধর্মিণী শিলা রানী দে বড়লেখা উপজেলার ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
দম্পতির তিন সন্তান। বড় ছেলে মনতোষ দে বাঁধন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এন্ত্রোপলজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে বড়লেখার গলগজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
মধ্যম মেয়ে মোহনা দে সৃষ্টি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে অনার্স সম্পন্ন করেছেন।
তৃতীয় ছেলে মৃন্ময় দে সৃজন দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে শিক্ষাজীবন নবম শ্রেণি পর্যন্ত সীমাবদ্ধ রেখে বর্তমানে বাড়িতেই থাকছেন।