ঢাকা–সিলেট রেল যোগাযোগ বন্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন ত্রুটি দেখা দেয়। তাৎক্ষণিকভাবে ইঞ্জিনের সমস্যা সমাধান না হওয়ায় বেলা ১টা পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকে এবং সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে গণমাধ্যমকে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে ট্রেনটি এমন অবস্থায় দাঁড়িয়ে পড়ে যেন মুহূর্তে লাইনচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তিনি বলেন, “আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে রওনা দিয়েছে।”

তিনি আরও বলেন, “সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।” রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত অথবা নতুন ইঞ্জিন সংযুক্ত করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে হঠাৎ করে ট্রেন থেমে যাওয়ায় এক হাজারের বেশি যাত্রী দীর্ঘসময় ধরে ট্রেনের ভেতরেই আটকা পড়ে থাকেন। তীব্র গরম, পানি ও খাদ্যের সংকট এবং অনিশ্চয়তা যাত্রীদের বিপাকে ফেলে দেয়। অনেকে জানান, কোনো পূর্বাভাস ছাড়া ট্রেন থেমে যাওয়ায় তারা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh