জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ণ

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের এক্সিকিউটিভ কমিটির ২০২৫ সালের নির্বাচন সোমবার (২৪ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে। সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং আব্দুল অদুদ দিপক ও শামীম আহমেদের যৌথ পরিচালনায় সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটিতে যত বেশি সামাজিক সংগঠন কার্যক্রম পরিচালনা করবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা ততবেশি সৃষ্টি হবে। শিক্ষা, অর্থনীতি, সামাজিক উন্নয়ন এবং সেবামূলক কর্মকাণ্ডে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা জানান, আমাদের পূর্বসূরিরা সংগ্রাম করে যেভাবে সমাজে অবস্থান তৈরি করেছেন, আজকের প্রজন্মও সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে সম্মানের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও শক্ত ভিত্তি তৈরি করে যাচ্ছে।

বক্তারা বিদায়ী কমিটির কার্যক্রমেরও প্রশংসা করেন। তারা উল্লেখ করেন, কমিউনিটির অনেক সংগঠনে দায়িত্ব পালন শেষে অনেকেই শান্তিপূর্ণভাবে অবসর নিতে চান না। বরং ব্যক্তিগত স্বার্থে সংগঠনকে ব্যবহার করা হয় এবং পরিবারের সদস্যদের পদ-পদবীতে রেখে যাওয়ার চেষ্টা দেখা যায়। এই ধরনের প্রবণতা সেবামূলক কাজকে ব্যাহত করে এবং সংগঠনের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই’র নেতৃত্বে বিশিষ্ট সাংবাদিক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান নির্বাচন পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ আলহাজ্ব মাহিদুর রহমান। তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কমিউনিটির ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh