বার্মিংহামে কমিউনিটি ব্যক্তিত্ব জি এম মাহমুদ মিয়ার নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাফওয়ান মনসুর, বার্মিংহাম,

  • প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ৬:১৭ পূর্বাহ্ণ

বার্মিংহাম শহরে কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ এবং সমাজসেবক প্রয়াত আলহাজ্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়ার স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য ও কানাডায় বাংলাদেশি কমিউনিটির সেবামুখী এই ব্যক্তিত্বকে স্মরণ করতে ২৬ নভেম্বর স্থানীয় এক নাগরিক কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

বক্তারা বলেন, গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া ছিলেন দু’দেশের প্রবাসী বাংলাদেশিদের নির্ভরতার নাম। বিশেষ করে কানাডায় নতুন আসা বাংলাদেশি ইমিগ্র্যান্টদের পাশে থাকা, পরামর্শ দেওয়া, আশ্রয়-সাহায্য করা—এসব ছিল তাঁর নিত্যদিনের কাজ।

মানুষের সঙ্গে হৃদ্যতা তৈরি করার এক সহজাত ক্ষমতা ছিল তাঁর। নীরবে মানুষের উপকার করা, সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রাজনৈতিক সচেতনতা—সবক্ষেত্রে তিনি ছিলেন সক্রিয়। প্রবাসের নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে বাংলা স্কুল প্রতিষ্ঠার মতো উদ্যোগ তাঁকে কমিউনিটিতে আলাদা মর্যাদায় পৌঁছে দেয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসুফ ও মোস্তফা। শেষে বার্মিংহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা সিদ্দিক আহমদ দোয়া পরিচালনা করেন।

সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত স্মরণসভা চলে। বার্মিংহাম ছাড়াও ওয়েলস, কার্ডিফ, সেন্ট্রাল লন্ডনসহ বিভিন্ন শহর থেকে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। দীর্ঘ স্মৃতিচারণেও কারও মধ্যে ক্লান্তির ছাপ ছিল না। বক্তাদের ভাষণে ফুটে ওঠে মাহমুদ মিয়ার প্রতি গভীর ভালোবাসা।

সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু। স্বাগত বক্তব্য রাখেন ইউকেবিসিসিআই-এর সভাপতি ড. এমজি মৌলা মিয়া এমবিই। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন কমরেড মসুদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মোহাম্মদ মারুফ। তাঁকে সহযোগিতা করেন এম এ মুনতাকিম ও জিয়া তালুকদার।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, আলহাজ্ব আজির উদ্দিন, ড. আব্দুল খালিক, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, আব্দুল মালিক পারভেজ, মিসবাউর রহমান, কয়ছর আহমদ, বশির মিয়া কাদির, আবদুল কাদির আবুল, ছয়ফূল আলম, নিজাম উদ্দিন, আকমল খান, এডভোকেট গোলাম মোস্তফা, এনামুল হক খান নেপা, সাংবাদিক ফারুক যোশী, এনাম আহমদ, সোহেল আহমদ চৌধুরী, সৈয়দ শিপার আহমদ, সৈয়দ শহিদ আলী, তোফায়েল আহমদ চৌধুরী, ড. জশ, এডভোকেট নজরুল, রুহুল আমিন রুহেল, শাহ শাফি কাদির এবং আব্দুর রউফ তালুকদার। 
মোহাম্মদ মুজিব মিয়া প্রমুখ।

মাহমুদ মিয়া মৌলভীবাজার জেলার বালিকান্দি গ্রামের কৃতিমান সন্তান। তিনি ২৪ অক্টোবর রাত ১২টা ১৪ মিনিটে বার্মিংহামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

২৭ অক্টোবর বার্মিংহাম সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে জানাজাটি এক আবেগঘন দৃশ্যে পরিণত হয়।

তিনি ছিলেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট ডিভিশন অব কুইবেকের প্রতিষ্ঠাতা সভাপতি, কানাডা বাংলা স্কুলের সাবেক সভাপতি, কানাডা মৌলভীবাজার সমিতি এবং বিভিন্ন ঐতিহ্যবাহী আন্দোলনের পৃষ্ঠপোষক। সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন, মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবির গুরুত্বপূর্ণ অগ্রপথিক ছিলেন তিনি।

ডেইলি সিলেট ও দৈনিক মৌলভীবাজার ডটকমের চেয়ারম্যান এবং ইউকে বিডি টিভির সঙ্গেও যুক্ত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে তাঁর ছিল বিশেষ হৃদ্যতা।

মানবিক, ন্যায়নিষ্ঠ ও উদার ব্যক্তিত্ব হিসেবে তিন দেশ—বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাজ্যের কমিউনিটিতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh