সব
স্বদেশ বিদেশ ডট কম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ছয় জন।
রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার পর নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে চিলাখানা গ্রামে ১৮ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা এ তথ্য জানিয়েছেন।
সংঘর্ষে নিহতরা হলেন- ওই গ্রামের মানিক উল্লাহের ছেলে এরশাদুল হক (৪২), খাদেম হোসেনের স্ত্রী কুলছুম বেগম (৫০) ও জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।
গুরুতর আহত হয়েছেন- একই গ্রামের পনির উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪), এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৩৫)।
ওসি রেজাউল করিম রেজা বলেন, ছিলাখানায় প্রায় এক বছর আগে যৌথভাবে ১৮ শতক জমি কেনেন চাচাত-জ্যেঠাত চার ভাই। তারা হলেন বছির উদ্দিনের ছেলে মানিক উল্লাহ ও নূর মোহাম্মদ এবং জামাল উদ্দিনের ছেলে আলতাফ হোসেন ও আজিজার রহমান।
পরে জমিটি মানিক ও নূর মোহাম্মদ দখলে নিলে এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও এর সমাধান হয়নি।
সবশেষ রোববার সকালে আলতাফ ও আজিজার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিটির দখল নিতে যান। মানিক ও নূর মোহাম্মদ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
ওসি রেজাউল করিম আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি।