২ হাজার টাকা চুরির ঘটনায় মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মামেয়েকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আয়েশা ও তার স্বামী রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। ডিএমপি জানায়, ঘটনাটি শুরু হয় মাত্র ২ হাজার টাকা চুরিকে কেন্দ্র করে।

ডিএমপি জানায়, ২ হাজার টাকা চুরি করে ধরা পড়ার পর গৃহকর্ত্রী লায়লা ফিরোজের সঙ্গে আয়েশার বাগবিতণ্ডা হয়। এ ঘটনার পর দিন ক্ষিপ্ত আয়েশা পরিকল্পনা করে বাসা থেকে ছুরি নিয়ে এসে লায়লা ফিরোজকে হত্যা করে। এ সময় লায়লার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ ঘুমিয়ে ছিলেন। মায়ের সঙ্গে গৃহকর্মীর ধস্তাধস্তির শব্দে তাঁর ঘুম ভেঙে গেলে তিনি ইন্টারকমে দারোয়ানকে জানাতে যান। তা দেখে আয়েশা নাফিসাকেও হত্যা করেন।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর আয়েশাকে ঢাকার বাইরে পালাতে সাহায্য করায় আয়েশার স্বামী রাব্বীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন রাতে নিহত লায়লা ফিরোজের স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh