রাশিয়া–ভারত–চীন–জাপান নিয়ে ‘সি-৫’ জোট গড়তে চান ট্রাম্প

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ

বিশ্বমঞ্চে নতুন একটি শক্তিধর জোট গঠনের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, চীন, ভারত ও জাপানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র একটি নতুন জোট গড়ার চিন্তা করছে, যার নাম হতে পারে ‘সি-ফাইভ’ বা ‘সি-৫’।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপের জি-সেভেনভুক্ত কোনো দেশকে এই প্রস্তাবিত জোটে রাখা হচ্ছে না। বরং এশিয়ার শক্তিধর ও বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশগুলোকে নিয়েই এই নতুন মঞ্চ তৈরির ভাবনা চলছে। যদিও এ বিষয়ে ট্রাম্প প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পলিটিকোর দাবি, শক্তিধর দেশগুলোকে নিয়ে নতুন একটি জোট তৈরির আলোচনা দীর্ঘদিন ধরেই চলছিল। গত সপ্তাহে হোয়াইট হাউজ থেকে প্রকাশিত একটি নথি থেকে বিষয়টি সামনে আসে। ঐতিহ্যগতভাবে ধনী ও গণতান্ত্রিক দেশগুলোর জোট হিসেবে পরিচিত জি-সেভেনের আদলে নতুন এই জোট গঠনের চিন্তা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা, জাপান, ভারত, রাশিয়া ও চীনএই পাঁচ দেশকে নিয়ে গঠিত সম্ভাব্য সি-৫ গ্রুপ নিয়মিত বৈঠকের মাধ্যমে বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে পারে। বিপুল জনসংখ্যা ও শক্তিশালী অর্থনীতির কারণে এসব দেশ বিশ্ব রাজনীতিতে বড় ভূমিকা রাখতে সক্ষম বলেই এই উদ্যোগ।

সি-৫ জোটের প্রথম এজেন্ডা হিসেবে পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ইসরাইল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

তবে হোয়াইট হাউজ এই নথির অস্তিত্ব স্বীকার করেনি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হানা কেলি জানিয়েছেন, এমন কোনো ব্যক্তিগত বা গোপনীয় পরিকল্পনার অস্তিত্ব নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সি-৫ জোট গঠনের ধারণাটি ডোনাল্ড ট্রাম্পের একান্ত ব্যক্তিগত ভাবনাও হতে পারে, যা এখনো নীতিগত সিদ্ধান্তে রূপ নেয়নি।

সূত্র: মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh