কেরানীগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, ৪২ জনকে উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ

ঢাকার কেরাণীগঞ্জে একটি ১২তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাবু বাজারের জমেলা টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান সিকদার জামান জানান, ৫টা ৩৭ মিনিটে খবর পাওয়ার পর ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।

ভবনটি থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে বলেন, আগুন লেগেছে একটি বেজমেন্টে, যার উপরে সাতটি ভবন রয়েছে।

“বেজমেন্টে গোডাউন আছে, তার উপরে রয়েছে মার্কেট; এর উপরে আবাসিক অংশ। খুবই কমপ্লিকেটেড জায়গা। বেজমেন্টে ঢোকার একদিক থেকে অ্যাকসেস পাচ্ছি।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh