নিরাপত্তা শঙ্কায় বাতিল হলো বিপিএল ১৩-এর উদ্বোধনী অনুষ্ঠান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ণ

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে বড় পরিসরের জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন অনেক নেতাকর্মী ঢাকায় সমাগম করতে পারেন—যা নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ।

এই প্রেক্ষাপটে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের প্রয়োজনীয় ক্লিয়ারেন্স বা ‘সবুজ সংকেত’ পাওয়া যায়নি। যদিও আয়োজকরা টেকনিক্যাল ও লজিস্টিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন, নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা কঠিন হতে পারে—এমন আশঙ্কা ছিল। এর আগে ২০ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনায় আসে। তবে নিরাপত্তা ঝুঁকি এবং স্টেডিয়ামের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ করা কঠিন হওয়ার কারণে সেসব প্রস্তাবও বাতিল হয়।

অবশেষে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় বিসিবি ১৩তম বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh