দাফন শেষে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগ মোড়ে হাদি হত্যার বিচারের দাবিতে জনতার ঢল নেমেছে। জানাজা শেষে মিছিলে মিছিলে শাহবাগে জড়ো হন ছাত্র-জনতা।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে লাখো মানুষের চোখের জলে চিরবিদায় নেন শহিদ হাদি।

জানাজা শেষে মিছিলে মিছিলে শহিদ হাদির লাশবাহী গাড়ি নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামরে কবরের দক্ষিণ পাশে বিকেল সাড়ে তিনটার দিকে শহিদ হাদিকে সমাহিত করা হয়।

ইর আগে জানাজার নামাজের আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির তার বক্তব্যে উপস্থিত জনতাকে হাদির দাফন শেষে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান। যেখানে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে ঘোষণা দেন তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh