ভোট পর্যবেক্ষণে আবেদনের সময় বাড়ল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের সময় এক সপ্তাহ বাড়িয়েছে নির্বাচন কমিশন। সংস্থাগুলো আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে বলে জানিয়েছে ইসির জনসংযোগ বিভাগ।

রোববার (২১ ডিসেম্বর) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনের সময়সীমা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সংসদ ও গণভোট হবে হবে আগামী ১২ ফেব্রুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর ভোটের তারিখ দিয়ে তফসিল ঘোষণা করেন।

এর আগে ২১ ডিসেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করতে বলা হয়েছিল। এখন সেই আবেদনের সময়সীমা এক সপ্তাহ বাড়ল।

এবার পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাযোগ্যতা এইচএসসি বা সমমান ঠিক করা হয়েছে। ভোটকে সামনে রেখে ইসি ইতোমধ্যে ৮১টি সংস্থাকে নিবন্ধন দিয়েছে। সেই সব সংস্থা কে কোন নির্বাচনি এলাকায় ভোট পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা জানিয়ে আবেদন করতে হবে। এদিকে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক, সংস্থা ও সংবাদমাধ্যমকে পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়ে তাদের ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh