আইপিএলের মাঝপথে ৮ দিনের জন্য দেশে আসবেন মোস্তাফিজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ


আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে পুরো টুর্নামেন্টজুড়ে তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বছর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো খেলতে আট দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ।

মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা এখনও নিশ্চিত নয়। ওই বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অন্তত নয় নম্বরে থাকতে হবে, যেখানে বাংলাদেশ বর্তমানে রয়েছে দশ নম্বরে। এই বাস্তবতায় ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নামাতে চায় বিসিবি।

নাজমূল আবেদীন বলেন, “ওয়ানডেতে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার একটা বিষয় আছে। এই জায়গায় আমরা কোনো ছাড় দিতে রাজি নই। যদি আমরা নিরাপদ অবস্থানে থাকতাম, তাহলে হয়তো পুরো আইপিএলের জন্য মোস্তাফিজকে এনওসি দিতে পারতাম। কিন্তু আমরা সেই জায়গায় নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।”

এবারের আইপিএল শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ মে। এই সময়ের মধ্যে টি–টোয়েন্টি পরিবেশ থেকে হঠাৎ করে ওয়ানডে খেলতে নামা মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জিং হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাজমূল বলেন, “ও যে পর্যায়ে খেলবে, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকবে, সেখান থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারে—এই সম্ভাবনাটাও আছে। সব দিক বিবেচনা করেই দেখেছি, ওর উপস্থিতি আমাদের জন্য খুবই জরুরি। মোস্তাফিজ থাকলে আমাদের শক্তি আরও বেড়ে যায়।”

এই সিদ্ধান্তের ফলে জাতীয় দলের প্রয়োজন ও আইপিএলের ব্যস্ততার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে মোস্তাফিজকে, যা বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বিসিবি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh