ইন্দোনেশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার মহাসড়কে একটি কোচ বাস দুর্ঘটনায় ১৬ জন যাত্রী নিহত হয়েছে। অত্যন্ত দ্রুতগতিতে চলমান বাসটি মহাসড়কের দুই পাশকে আলাদা করার উদ্দেশ্যে নির্মিত দেওয়ালে আঘাত হানে এবং উল্টে যায়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার স্থানীয় সময় ভোর বেলায় এই দুর্ঘটনা ঘটে।

রাজধানী জাকার্তা থেকে যোগ্যকর্তা শহরের দিকে যাত্রা করছিল বাসটি। স্থানীয় খোঁজ ও উদ্ধার সংস্থা প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, বাসটি ‘অত্যন্ত দ্রুতগতিতে’ চলছিল।

বুদিওনো বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ৩৪ জনকে উদ্ধার করেছি।’

তিনি জানান, ঘটনাস্থলেই ১৫ জনকে নিহত ঘোষণা করা হয়। পরবর্তীতে অপর এক ব্যক্তি হাসপাতালে নিহত হন।

ইন্দোনেশিয়ার অন্য অনেকের মতো বুদিওনো শুধু নামের একটি অংশই ব্যবহার করে থাকেন।

তিনি আরও জানান, বেশ কয়েকজন আহত যাত্রীকে সেমারাং শহরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

সংস্থাটি একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে উদ্ধারকারীদেরকে ব্যাগে ভরে মরদেহ সরাতে দেখা গেছে। পাশেই বাসের ধ্বংসস্তূপ পড়ে ছিল।

ইন্দোনেশিয়ায় এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটে। এর পেছনে পুরনো গাড়ি ব্যবহার ও সড়কের আইন না মানাই মূলত দায়ী।

২০২৪ সালে বাস-গাড়ির সংঘর্ষে ১২ জন নিহত হন।

২০১৯ সালে সুমাত্রা দ্বীপের একটি গিরিখাতে বাস পড়ে গেলে ৩৫ জন নিহত হন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh