২৫ ডিসেম্বর চার ঘণ্টা টোলমুক্ত থাকবে বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ

ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) চার ঘণ্টার জন্য জনসাধারণের জন্য টোলমুক্ত থাকবে। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থ ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা শহরে প্রবেশের ক্ষেত্রে বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো টোল দিতে হবে না।

প্রায় দেড় যুগ পর আগামীকাল দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এই সংবর্ধনার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

জানা গেছে, তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি আগামীকাল বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। দেশে ফেরার পর বিমানবন্দরেই দলের নেতা–কর্মীরা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় সংবর্ধনায় অংশ নেবেন।

এদিকে তারেক রহমানের দেশে ফেরার দিন বিমানবন্দরকেন্দ্রিক এলাকায় ব্যাপক জনসমাগমের আশঙ্কায় কিছু এলাকায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক নোটিশে জানানো হয়, উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আবদুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার পূর্বাংশের কারখানাগুলো আগামীকাল বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ করা হয়েছে।

নোটিশে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে। এতে শ্রমিকদের যাতায়াত এবং আমদানি–রপ্তানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh