সিলেটে শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স’র ৮ ইউকেটে জয়লাভ

প্রেসবক্স থেকে মারুফ হাসান,

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ৭:২১ অপরাহ্ণ

সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচেই দর্শকরা পেয়েছেন রোমাঞ্চকর লড়াই। উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্সকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সিলেট টাইটান্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯০ রান। জবাবে রাজশাহী ওয়ারিয়র্স মাত্র ১৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে।

রাজশাহীর জয়ের নায়ক ছিলেন শান্ত। তিনি ৬০ বলে দুর্দান্ত ১০১ রান করেন। তাকে ভালোভাবে সঙ্গ দেন মুশফিকুর রহিম, ৩১ বলে করেন ৫১ রান। এছাড়া শাহিবজাদা ১৯ বলে ২০ এবং তানজিদ ৮ বলে ১০ রান করে আউট হন।

সিলেটের পক্ষে পারভেজ ৩৩ বলে ৬৫ রান করে সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন। রনি ৩৪ বলে ৪১, আফিফ ১৯ বলে ৩৩ এবং সায়েম ১৫ বলে ২৮ রান যোগ করেন।

এদিকে মাঠের লড়াইয়ের পাশাপাশি বিতর্ক আর অব্যবস্থাপনার আলোচনা দিয়েও শুরু হয়েছে এবারের বিপিএল। উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা জাতীয় সংগীত পরিবেশন করেন, কোরআন তেলাওয়াত হয় এবং শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিপিএলের এবারের আসর শুরু হলেও তার আগের দিন থেকেই আসে নেতিবাচক খবর। টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিক। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসের কোচিং না করার সিদ্ধান্ত নিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন, পরে অবশ্য মত বদলে পুরো আসরেই কোচিং করানোর ঘোষণা দেন তিনি।

২৪ ডিসেম্বর ঢাকায় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা থাকলেও নিরাপত্তা শঙ্কায় তা বাতিল হয়। ফলে সিলেটেই সীমিত পরিসরে উদ্বোধনের আয়োজন করা হয়। আকাশে উড়ানো হয় প্রায় ২৫ হাজার লাল-সবুজ বেলুন।

সবচেয়ে আলোচিত বিষয়, টুর্নামেন্ট শুরু হলেও এখনো বিপিএলের ট্রফি দেশে পৌঁছায়নি। বিদেশ থেকে ট্রফি না আসায় হয়নি অধিনায়কদের ফটোসেশনও। ট্রফি ছাড়াই মাঠে গড়িয়েছে বিপিএলের এবারের আসর।

সব মিলিয়ে রুদ্ধশ্বাস ম্যাচের উত্তেজনা, আবেগঘন শ্রদ্ধা আর আয়োজনের ঘাটতি—এই তিন মিশেলেই শুরু হলো বিপিএলের নতুন মৌসুম।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh