সব
স্বদেশ বিদেশ ডট কম
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়, চ্যারিটি কার্যক্রম এবং দেশ–বিদেশে আর্থ–সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল সরকারিভাবে “প্রবাসী সম্মাননা–২০২৫” লাভ করেছেন।
২৭ ডিসেম্বর (শনিবার) সিলেট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন পান্ডুলিপি প্রকাশনার প্রকাশক, কবি ও সাহিত্যিক বায়জিদ মাহমুদ ফয়সল।
সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত এ প্রথম প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের আরো অনেক গুনিজন।
এ ছাড়া সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননার বিষয়টি অবহিত করেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সিলেট জেলার প্রবাসী নাগরিকদের অংশগ্রহণে দিনব্যাপী এই অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। দিনব্যাপী সূচির মধ্যে ছিল—
সকাল ১০টায় ক্বীন ব্রিজ থেকে বর্ণাঢ্য র্যালি, সকাল ১১টায় “সফল প্রবাসী সম্মাননা” প্রদান অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউসে “স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক সেমিনার।
মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল — সংক্ষিপ্ত পরিচিতি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল মরহুম আব্দুর রহিম ও মরহুমা রেজিয়া খানমের প্রিয় সন্তান। ১৯৬৬ সালে আলোকিত এই গ্রামেই তাঁর জন্ম। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান।
১৯৮৫ সালের জানুয়ারি মাসে তিনি মা–বাবার সঙ্গে স্বপ্নের দেশ লন্ডনে পাড়ি জমান। প্রবাস জীবনের দীর্ঘ এই সময়ে তিনি বিভিন্ন সামাজিক ও ইসলামিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে মানবসেবায় অবদান রেখে চলেছেন। লন্ডন বাংলা মিডিয়ার পরিচিত মুখ, যিনি বিশেষত শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে সক্রিয়, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য।
মানবিক ও সেবামূলক কাজে নিবেদিত লেখক, সাংবাদিক ও সংগঠক ক্যারল যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি পূর্বে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মর্যাদাপূর্ণ সিভিক অ্যাওয়ার্ড এবং ‘দ্যা সানরাইজ টুডে’ অনলাইন পোর্টালের তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ড লাভ করেন।
তিনি একাধিক সামাজিক ও দাতব্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত —
জমজম চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি ও নির্বাহী পরিচালক, ইস্টহ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উপদেষ্টা, লন্ডন এডুকেশন ট্রাস্ট ও লন্ডন ইকরা ইনস্টিটিউটের ট্রাস্টি ও চেয়ারম্যান।
এছাড়া তিনি ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার ট্রাস্টের সদস্য।
তিনি গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা, হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদ্রাসার প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও শিক্ষাবিষয়ক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতা অঙ্গনে তিনি ব্রিটেন থেকে প্রকাশিত সাপ্তাহিক ইউরো বাংলার সম্পাদক এবং অনলাইন ইউটিউব বাংলা চ্যানেল এলবি ২৪-এর ম্যানেজিং এডিটর।
একইসঙ্গে তিনি বিজিলিঙ্ক অ্যাসোসিয়েট গ্রুপের চেয়ারম্যান এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, আলহামরা ইন্টারন্যাশনাল লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন।
তিনি তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে-র প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ইউকে কমিটির জয়েন্ট সেক্রেটারি। পাশাপাশি সিলেট কিডনি ফাউন্ডেশন, সিলেট মোবাইল পাঠাগার ও সিলেট মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য।
এছাড়াও তিনি রেজিয়া-রহিম মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস-এর ট্রেজারার, গোলাপগঞ্জ ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আরও বহু সামাজিক, মানবিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন।
দেশ–বিদেশে মানবকল্যাণমূলক কার্যক্রমে নিজেকে উৎসর্গ করে সাংবাদিক ক্যারল প্রবাসী কমিউনিটির জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন।