ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদ্রাসায় বই বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ

সিলেটের ওসমানীনগর উপজেলার বড় ইসবপুর, গোয়ালাবাজার অবস্থিত সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদ্রাসা-য় বৃহস্পতিবার ১লা জানুয়ারি ২০২৬ বই বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার লন্ডন কমিটির সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আতিকুর রহমান জিলু বলেন,
“সৎ মানুষের সঙ্গী হলে দুনিয়া ও আখিরাতে সফলতা আসে। নিজে সত্যবাদীদের সাথে থাকতে হবে এবং সন্তানদেরও সত্যের পথে গড়ে তুলতে হবে, যাতে তারা মা-বাবার জন্য আল্লাহর কাছে দোয়ার উপযুক্ত হয়।”

মাদ্রাসার সুপার মাওলানা সাদিক সিকানদারের সভাপতিত্বে আয়োজিত বই উৎসবে আরও বক্তব্য রাখেন—
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম শিকদার, সহ-সুপার মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী, মুফতি এমদাদ ফয়েজী, মাওলানা শহীদুল্লাহ শামীম, আব্দুল করিম সাচ্চু, রফিকুল ইসলাম, এরশাদুল হক মিলন, শামসুল ইসলাম, মাওলানা রিয়াজ শরীফ ও সোহায়েল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh