কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, প্রার্থীর জমা দেওয়া হলফনামা অসম্পূর্ণ হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে। হলফনামায় নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না—সে বিষয়েও স্পষ্ট তথ্য উল্লেখ ছিল না।

তিনি বলেন, হলফনামা নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ নথি। এতে কোনো তথ্য গোপন রাখা বা অসম্পূর্ণভাবে উপস্থাপন করা আইনসঙ্গত নয়। প্রার্থীদের সব তথ্য নির্ভুল ও পূর্ণাঙ্গভাবে উল্লেখ করতে হয়।

তবে রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী চাইলে নির্বাচন কমিশনে আপিল করার মাধ্যমে তার প্রার্থিতা পুনর্বহালের সুযোগ রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh