সব
সিলেট ব্যুরো অফিস,

সারা দেশে ক্রিকেট উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সিলেটে প্রথমবারের মতো আঞ্চলিক কার্যালয় চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল ৩ জানুয়ারি শনিবার সিলেট নগরীতে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টায় সিলেটের এয়ারপোর্ট রোডে অবস্থিত Windsor Hotel & Resort-এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার উপস্থিতিকে ঘিরে সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বিসিবি সূত্র জানায়, ‘ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম’-এর আওতায় নেওয়া বিকেন্দ্রীকরণ কৌশলের অংশ হিসেবেই এই আঞ্চলিক কার্যালয় চালু করা হচ্ছে। সিলেট অফিসটি হবে বিসিবির দেশের প্রথম আঞ্চলিক কার্যালয়, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়ন, খেলোয়াড় অন্বেষণ এবং আঞ্চলিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্যালয় প্রতিষ্ঠার ফলে সিলেট অঞ্চলের ক্রিকেট কাঠামো শক্তিশালী হবে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে উঠে আসার আরও সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকার কথা রয়েছে।