ওমানে মাজার জিয়ারতে গিয়ে ৩ বাংলাদেশি নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলদেশ সময় রাত ৮টায় ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী বলেন, সাকিব ও তার ভগ্নিপতি মুহাম্মদ দিদার সপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে মাজার জিয়ারতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির গাড়িটির সঙ্গে উটের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh