তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ

আজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শনে যান।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

বিএফডিসি-র ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিএফডিসির বিভিন্ন কার্যক্রম ও বিভাগভিত্তিক সুযোগ-সুবিধা– ডিজিটাল সার্ভিস, শ্যুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও, এডিটিং ল্যাব উপদেষ্টাকে ঘুরিয়ে দেখান। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কেও তাঁকে অবহিত করেন এবং সাম্প্রতিক সময়ে গৃহীত বেশকিছু ইতিবাচক পদক্ষেপের কথা জানান।

উপদেষ্টা পরিদর্শন শেষে বিএফডিসির পরিকল্পনাসমূহ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে নির্দেশনা দেন। তিনি চলমান অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনাধীন কবিরপুর ফিল্ম সিটি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপদেষ্টা Online Schedule Management System of BFDC উদ্বোধন করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh