সব
স্বদেশ বিদেশ ডট কম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের ভেন্যুতে নিরাপত্তার শঙ্কা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে দুবার চিঠি দিয়েছে। তবে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইসিসি শ্রীলঙ্কার পরিবর্তে ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে।
বর্তমান সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতা এবং শেষটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। ক্রিকবাজ জানায়, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় থাকলেও আইসিসি এবং সহ-আয়োজক বিসিসিআই ইতোমধ্যেই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই বলেছিলেন, ভারতের অন্য ভেন্যু মানে ভারতেই খেলা, যা তাদের জন্য নিরাপত্তার দিক থেকে উদ্বেগের বিষয়। নিরাপত্তা শঙ্কার সূত্রপাত ঘটে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায়। বিসিবি তখন প্রশ্ন তোলেন, একজন খেলোয়াড়ের নিরাপত্তা দেওয়া কঠিন হলে পুরো বাংলাদেশ দল, সাংবাদিক ও দর্শকরা কীভাবে নিরাপদ থাকবেন।
আইসিসি মনে করছে, বিশ্বকাপ শুরুর একেবারে শেষ মুহূর্তে ভেন্যু স্থানান্তর লজিস্টিক কারণে খুবই কঠিন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের জবাবে আইসিসি সম্ভবত সৈকতের উদাহরণ তুলে দলকে ভারতের ভেন্যুতে খেলার পরামর্শ দিতে পারে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে আইসিসি আজ সোমবার বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।
সূত্র: প্রথম আলো