বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য প্রথম ফ্লাইট যাত্রা করবে আগামী ১৮ এপ্রিল। এদিন মোট আটটি ফ্লাইটে তিন হাজার ২৫৫ জন যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে।

এবার সৌদি আরবের নির্দেশনায় এক হজ এজেন্সির যাত্রীদের একই ফ্লাইটে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠি রোববার হজ এজেন্সি মালিক এবং তিনটি হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’-এর অধীনে প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী পাঠাতে হবে। কোনো এজেন্সির টিকেটের ভাগ প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি হতে পারবে না।

চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ ২৬ মে অনুষ্ঠিত হবে। হজ চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এবারের নিবন্ধনে ৭৬ হাজার ৫২৩ জন যাত্রী অংশ নিচ্ছেন। এর মধ্যে সর্বোচ্চ যাত্রী ২৭ হাজার ৮১৮ জন ঢাকা বিভাগ থেকে, আর সর্বনিম্ন ২৬২৩ জন বরিশাল বিভাগ থেকে।

হজযাত্রী পরিবহনের জন্য তিনটি এয়ারলাইন্সের কোটা নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য যাত্রীর ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৩৫ শতাংশ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস এবং বাকি ১৫ শতাংশ ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে পাঠানো হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh